সামসী রেলস্টেশন পরিদর্শনে আসেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা।

নিজস্ব সংবাদদাতা, মালদা: সামসী রেলস্টেশন পরিদর্শনে আসেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা। তাঁর সঙ্গে ছিলেন রেলের কিছু উচ্চ পদস্থ আধিকারিক। জিএম আরপিএফ ব্যারাক, রেল হাসপাতাল, বিদ্যুতের ৩৩ হাজার সাব স্টেশন, প্ল্যাটফর্ম ঘুরে দেখে সামসী স্টেশনের রেলকর্মীদের সঙ্গে কথা বলেন। এইদিন দ্রুত সামসি ফ্লাইওভার করার জন্য স্মারকলিপি প্রদান করলেন প্রথমার বিধায়ক সমর মুখোপাধ্যায়। শুক্রবার বিকালে সামসী স্টেশন পরিদর্শনকালে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তার হাতে পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দিলেন তিনি। বিধায়কের দাবিগুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রেলকর্তা। এদিন একই দাবিতে সারক লিপি তুলে দিলেন চাঁচল ও সামসী ব্যবসায়ী সমিতির সদস্যরাও।
এদিন বালুরঘাট স্টেশন পরিদর্শন শেষ করে বিকেল নাগাদ সামসী রেল স্টেশন পরিদর্শনে আসেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা। তাঁর হাতে এই স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের জন্য পাঁচ দফা দাবি পেশ করেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। তার মধ্যে ছিল সামসী রেল গেটের কাছে ফ্লাইওভার নির্মাণ, দ্রুত কাটিহার প্যাসেঞ্জার চালু, এই স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেসের স্টপেজ ফের চালু করা, কোভিডের জন্য বন্ধ থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফের চালু করা এবং সামসী স্টেশনের দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ বৃদ্ধি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *