বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ১৯৯৩ সাল থেকে জয়ী হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পাণ্ডে। এবার দুবরাজপুর পৌরসভা নির্বাচনে তিনি ১৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভা নির্বাচনের পাশাপাশি দুবরাজপুর পৌরসভার নির্বাচন হবে। তাই নির্বাচনের প্রাক্কালে প্রচারে কোনো ত্রুটি রাখছেন না তিনি। আজ দুবরাজপুর বাজারে তিনি তৃণমূল কর্মীদের নিয়ে একটি মিছিল বের করলেন। পাশাপাশি এই ওয়ার্ডের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন। তিনি জানান, আজ প্রথম দিন প্রচার করে মানুষের ভালোই সাড়া পাচ্ছি। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, এখানে ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১১ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল। কিন্তু তাঁরা ৪ টি ওয়ার্ডে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। বাকী ৭ টা ওয়ার্ডের প্রার্থী নিয়ে লড়বে। যদিও বা আমরা ১৬-০ ভোটে জিতব।
জোরকদমে প্রচারে নামলেন তৃণমূলের প্রাক্তন পৌর প্রধান।

Leave a Reply