বিধায়ক খুনের ষড়যন্ত্র,প্রতিবাদ জানিয়ে রাজপথে তৃণমূল কংগ্রেসের মিছিল।

0
387

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সওকত মোল্লা।তাঁকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন খোদ বিধায়ক নিজেই।এমন কি তিনি পুলিশেও অভিযোগ জানিয়েছিলেন।ঘটনার তদন্তে নেমে তিনজন কে গ্রেফতার করে পুলিশ।এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। তাঁরা মিছিল করে এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়েছেন।রবিবার সকালে জীবনতলা থানা এলাকার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সহ এলাকার সাধারণ মানুষজন মিছিল ও বাইক মিছিলে যোগদান করে এমন হিংসামূলক ঘটনার প্রতিবাদে সরব হয়। পাশাপাশি যে সমস্ত অভিযুক্তরা ধরা পড়েছে পুলিশের হাতে,তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়। এদিন প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন ক্যানিং ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোক্তার শেখ। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি সোয়েব শেখ,কর্মাধ্যক্ষ হাকিম মিদ্দে,সারেঙ্গাবাদ পঞ্চায়েত প্রধান ইছা উদ্দিন সরদার,ভাঙড় ১ ব্লক যুব তৃণমূল সভাপতি এম এম সফি আহমেদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।