আবদুল হাই, বাঁকুড়াঃ রবিবার বাঁকুড়া লাল বাজার এলাকা থেকে তিন প্রার্থী ৪নং মধু দাস, ৬নং সোমনাথ মাঝি, ২০নং উজ্জ্বল মন্ডল কে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে পৌর ভোটের প্রচার করলেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এলাকার মানুষদের কাছে তিনি বিজেপি প্রার্থীদের পৌর ভোটে জয়যুক্ত করার বার্তা জানালেনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত দু’বছর ধরে প্রতিটি পৌর ওয়ার্ড জঞ্জালে পরিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে কেন্দ্রীয় আবাস যোজনা দুর্নীতিতে ভরে গেছে, বিভিন্ন ওয়ার্ডের পুকুরগুলো এখনো পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। তাই আগামী দিনে বিজেপি পৌরবোর্ড করলে আগে শহরকে স্বচ্ছ ও দূষণমুক্ত করা হবে সেইসঙ্গে পুকুরগুলি সংস্কার করে মানুষের ব্যবহারযোগ্য করে তোলা হবে। দুর্নীতি মুক্ত পৌরসভা গড়ে তুলব।
বাইট, ডঃ সুভাষ সরকার, সংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
Leave a Reply