খেলা হবে দিবসে বাঁকুড়ায় পৌর নির্বাচনের প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন।

0
291

সুদীপ সেন, বাঁকুড়া:- ১৪ ই ফেব্রুয়ারী খেলা হবে দিবসে বাঁকুড়ায় পৌর নির্বাচনের প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো জেলা তৃণমূল নেতৃত্ব ও ২৪ টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে।

এই উপলক্ষ্যে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে কর্মী, সমর্থক ও প্রার্থী দের নিয়ে তাল ডাংরার বিধায়ক জেলা তৃণমূল নেতৃত্ব অরূপ চক্রবর্ত্তীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়।

মিছিল শেষে আকাশ মুক্ত মঞ্চ থেকে রাজ্যে যেভাবে চার টি পৌর সভায় জনগন বিপুল ভাবে তৃণমূল কংগ্রেস কে জয় যুক্ত করলেন সেই ভাবে বাঁকুড়ার ২৪ টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব অরূপ চক্রবর্ত্তী, অলকা সেন মজুমদার, বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, মহাপ্রসাদ সেনগুপ্ত, সিন্টু রজক ও অন্যান্য নেতৃত্ব গণ।

বাঁকুড়ার পৌর প্রশাসক অলকা সেন মজুমদার বলেন, মমতা বন্দোপাধ্যয়ের উন্নয়নে র কথা বিবেচনা করে এবং বাঁকুড়া পৌরসভা যেভাবে বাঁকুড়ার উন্নয়ণে অবদান রেখেছে তার নিরিখেই পৌরসভা নির্বাচনে বাঁকুড়া পৌর সভা র ২৪ টি সিটেই তৃণমূল কংগ্রেসে জয় লাভ করবে।