পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ডে ভারতের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গি হানায় ভারতের ৪০ জন সৈনিক শহিদ হয়েছিলেন। তাই আজকের দিনটি কালো দিবস হিসাবে পালন করা হয় সারা ভারতবর্ষে। আজ বীরভূম জেলার দুবরাজপুর পথিকৃৎ ময়দানে বিজেপির পক্ষ থেকে পুলওয়ামায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। পাশাপাশি পুষ্পার্ঘ্য নিবেদন করেন দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রণজিত সিংহ, বিশিষ্ট সমাজসেবী গোপাল ভীমরাজকা সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *