পুলওয়ামা হামলায় শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো পোশাক পরে রাজপথে কলেজ ছাত্রীরা।

0
576

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পূজা নস্কর,স্বপ্না মন্ডল,শর্মিষ্ঠা দাস,সাহাজ মোল্লা,পিয়া সা,দেবিকা সরদার,টিনা সরদার,রেবেকা সুলতানা,পৌলমি বেরা,সাহিনা সরদার,ওরা সকলে বিভিন্ন কলেজে প্রথম বর্ষের ছাত্রী।২০১৯ সালে পুলওয়ামা ঘটনায় ৪৪ জন শহীদ সেনার আত্মবলিদান ওদের মনে গভীর ভাবে রেখাপাত করে। সেই থেকেই ওরা সকলে মিলে প্রতিটি ১৪ ফেব্রুয়ারী সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে। পাশাপাশি দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পালন করে থাকে ১৪ ফেব্রুয়ারী সেনা শহীদ দিবস। অন্যান্য বছরের ন্যায় এবছর ও তার অন্যথা হয়নি।রীতিমতো সোমবার সকাল থেকে সকলেই একত্রিত হয়েছিল কালো পোশাক এবং কালো ব্যাচ পরে। সেখানে একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে সন্ত্রাসবাদী হামলায় নিহত ৪৪ জন শহীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক প্রদান করে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।পাশাপাশি ১ মিনিট নিরবতাও পালন করে। এরপরই সকলেই বেরিয়ে পড়ে ক্যানিং ও তালদির বিভিন্ন এলাকা।সেখানে দুঃস্থ অসহায় মানুষদের প্রতি পুলওয়ামা হত্যাকান্ডের সেনা জওয়ানদের আত্মবলিদানের কথা তুলে ধরেন। এবং তাঁদের হাতে মাস্ক,স্যানিটাইজার তুলে দিয়ে সিআরপিএফ সেনা জওয়ানদের আত্মার শান্তি কামনা করেন।
ছোট ছোট কলেজ পড়ুয়াদের এমন দেশভক্তি সাধারণ মানুষের মনে রেখাপাত করে।