আবদুল হাই, বাঁকুড়া :- ২৭ তারিখ বাঁকুড়া পৌরসভার জন্য নির্বাচন হবে তার আগে প্রত্যেক দলের প্রার্থী পক্ষ থেকেই জোর কদমে প্রচার করা হচ্ছে এরই অঙ্গস্বরূপ আজ বাঁকুড়া পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা দরিপা প্রচারে মান ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে শম্পা দরিপা বলেন,গত 21 বছর ধরে তিনি এই অঞ্চলে মানুষের সেবা করে আসছেন তাই এই অঞ্চলের আনাচে-কানাচে তার অবাধ যাতায়াত।তিনি বলেন যে তিনি কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখতে চান না সকলেই প্রথম হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তবে তিনি বলেন রাজনীতি রাজনীতির জায়গায় বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় এর আগে তিনি এই ওয়ার্ডে কি কাজ করেছেন তা তিনি নিজে বলবেন না এই ওয়ার্ডের মানুষ তার হয়ে কথা বলবে তিনি বলেন যে কিছু কাজ তাৎক্ষণিকভাবে করতে হয় আবার কিছু কাজের লঙ টার্ম পরিকল্পনা করতে হয় তিনি বলেন যে তিনি আগেও বাঁকুড়ার এই বোর্ডের দায়িত্ব সামলেছেন কিন্তু আগের তুলনায় এখন সময় অনেক পাল্টেছে এখন মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক পরিকল্পনাগুলি আছে যা মানুষ কে লাভান্বিত করেছে আগামী নির্বাচনে জয়ের বিষয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি তাজওয়ার বিষয়ে অত্যন্ত আশাবাদী তিনি বলেন যে বাঁকুড়া শহরের তিনি প্রথম কাউন্সিলর যিনি তার ওয়ার্ডে হাই মাস্ট লাইট জ্বালিয়ে ছিলেন এছাড়া আরো বহু কাজ করেছেন কিন্তু তিনি নির্বাচনের সময় সেগুলো বলতে চান না সেগুলি মানুষই বলবে।