প্রচারে নেমে আইসিডিএস কর্মীদের কে নিয়ে সপ্না গুহ মিটিং করলেন।

0
326

নিজস্ব সংবাদদাতা, উঃ দিনাজপুরঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর পৌর নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার প্রতিটি তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রার্থী ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। তার মধ্যে একটি অংশ আইসিডিএস কর্মীদের কে নিয়ে সপ্না গুহ মিটিং করলেন। উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মহিলা চৈতালি ঘোষ তিনি পৌর নির্বাচনকে কেন্দ্র করে জানান মহিলারাই একমাত্র খবর দিতে পারে বাড়ি হাঁড়ির খবর। তিনি আরো জানান মহিলা কাছে যেতে হবে এবং মহিলাদের সমস্যার কথা আগে শুনতে হবে তারপর তাদের বক্তব্য তুলে ধরতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর যেসব উন্নয়নমূলক কাজ যেভাবে করে চলছেন এবারের পৌরনির্বাচন 17,0। তাদের পৌর নির্বাচনে জয়ী 100%। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যদের মোহন দেবসর্মা সমাজসেবী বাপ্পা সরকার ব্লক সভাপতি নিতাই বৈশ্য, সহ বিভিন্ন ওয়ার্ডের আইসিডিএস এর কর্মীরা সহ অন্যান্যরা।