সোমবার গোপন সূত্রে খবর পেয়ে এক বেআইনি নিষিদ্ধ করেক্স ফেনসিডিল সহ দোকানদারকে গ্রেফতার করল হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

0
250

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- সোমবার গোপন সূত্রে খবর পেয়ে এক বেআইনি নিষিদ্ধ করেক্স ফেনসিডিল সহ দোকানদারকে গ্রেফতার করল হরিশচন্দ্রপুর থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম তজিবুর রহমান (২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর এলাকায়।হরিশ্চন্দ্রপুরের বারদোয়ারি এলাকায় রয়েছে তার ওষুধের দোকান।এদিন তার দোকান থেকে প্রায় ১১৫ বোতল নিষিদ্ধ করেক্স ফেনসিডিল
ওষুধ বাজেয়াপ্ত করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
যার বাজার দর আনুমানিক কুড়ি হাজার টাকা।ধৃত ব্যক্তিকে সোমবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে সেই ওষুধের দোকান চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওখানে হানা দেয়। দোকান থেকে ১১৫ বোতল করেক্স বাজেয়াপ্ত করা হয়েছে।দোকানের মালিক কে গ্রেফতার করা হয়েছে আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। মালদা ড্রাগ কন্ট্রোল অফিসে গোটা ঘটনা জানানো হয়েছে।

বাইট- হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চিকিৎসক ছোটন মন্ডল