রাজ্যে প্রাথমিক বিদ্যালয় খোলায় খুশি শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা।

0
310

সুদীপ সেন, বাঁকুড়া:- করোনা পরিস্থিতির জন্য বিগত প্রায় দুই বছরের বেশি সময় বন্ধ ছিল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলি।

মাঝে কিছুদিনের জন্য পাড়ায় শিক্ষাল য়ে তাদের পঠন, পাঠনের পর অবশেষে ১৬ই ফেব্রুয়ারী থেকে শুরু হলো চিরাচরিত বিদ্যালয়ের শ্রেণী কক্ষের মধ্যে পড়া শোনা।

রাজ্যের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র, ছাত্রী, এবং অভিভাবক বৃন্দ।

এই বিদ্যালয় খোলার প্রথম দিনে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের ইটুড়ী প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল ছাত্র, ছাত্রীদের বাঁধ ভাঙ্গা খুশির দৃশ্য।

খেলা, ধুলা, আনন্দে মেতে উঠেছে তারা।

ইটুড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কানাই গরাই বলেন, বিদ্যালয় খোলায় তাঁরা খুশি।
ছাত্র, ছাত্রী, অভিভাবক সকলের সহযোগিতায় আরো উন্নত মানের শিক্ষাদানের কথা তিনি তুলে ধরেন।

ছাত্র ছাত্রীদের করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার এবং শারীরিক দুরত্ব বজায় রাখার তিনি পরামর্শ দেন।

বিভিন্ন কক্ষে ছাত্র ছাত্রীদের পৃথক ভাবে বসার ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।