সঙ্গীত জগতে আবারও নক্ষত্র পতন,প্রয়াত হলেন সুরকার,সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী : সুভাষ চন্দ্র দাশ।

0
1295

সঙ্গীত জগতে আবারও নক্ষত্র পতন।সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর মঙ্গলবার প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্য মুখোপাধ্যায়।সেই শোক কাটতে না কাটতেই ২৪ ঘন্টার মধ্যে প্রয়াত হলে সুরকার ও সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছর তিনি কোভিড আক্রান্ত হন। যদিও সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। আগামী দিনে বেশ কিছু প্রজেক্ট হাতে থাকলেও শেষ করা হলনা কোনওটাই। হাসপাতালের ডিরেক্টর ডাঃ দীপক নামজোশি জানিয়েছেন, বাপ্পি লাহিড়ী গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তাঁর পরিবারের তরফে চিকিৎসককে তাঁদের বাড়িতে দেখার জন্য ডাকা হয়। এরপরেই তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এর কারণে তিনি মারা যান।” বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সঙ্গীত শিল্পী উশা উত্থুপ। তিনি জানিয়েছেন যে তার জীবনের অন্যতম জনপ্রিয় গানগুলি বাপ্পি লাহিড়ীর সুরে। কোভিডের আগেই শেষবার কথা হয় তাঁর সঙ্গে। উশা উত্থুপ জানিয়েছেন যে ভারতীয় সঙ্গীতের জগতে ডিস্কো কিং ছিলেন তিনি। তার প্রয়ানের কথা মেনে নিতেই খুব কষ্ট হচ্ছে।
এছাড়াও সমগ্র সঙ্গীত জগতে নেমে আসে শোকের ছায়া।