প্রকাশ কালি ঘোষাল , হাওড়ায় : উলুবেড়িয়া পুরসভার নির্বাচনের আগে আজ তৃণমূলের কর্মী সভায় হাজির হন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। জয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তিনি যখন কোভিডে আক্রান্ত হন তখন বিজেপির কোন নেতা তার কোন খোঁজখবর করেননি। সেই সময় কৈলাস বিজয়বর্গীয় মত বিজেপির নেতারা বাগনানে এক গণবিবাহের অনুষ্ঠানে ঢোল বাজাতে ব্যস্ত ছিলেন। এই সব স্বার্থপর নেতার জন্য তিনি বিজেপির ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি আরো বলেন গোটা রাজ্য জুড়ে তিনি বিজেপির হয়ে একসময় প্রচার করেছেন। দলকে জনপ্রিয় করেছেন। অথচ পুরনো কর্মীদের দলে কোন সম্মান নেই। তাই বিজেপি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন তিনি সেই দলের সঙ্গে থাকতে চান যাদের সঙ্গে মানুষ রয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য আবেদন করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই দলের হয়ে কাজ করতে চান। বিজেপির হাওড়া জেলা গ্রামীণের সভাপতি অরুণোদয় পাল চৌধুরী বলেন দল তাকে যোগ্য সম্মান দিয়েছিল। তাকে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য করেছিল ও লোকসভা নির্বাচনে দুবার টিকিট দিয়েছিল। তার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল। তিনি ব্যক্তিগত স্বার্থের জন্য বিজেপি ছেড়েছেন। এখন তিনি তৃণমূলের ওয়েটিং লিস্টে রয়েছেন।
তৃণমূলের কর্মী সভায় হাজির বিজেপির নেতা জয় ব্যানার্জি।

Leave a Reply