আবারও কাঁথিতে প্রচারে বাধার মুখে শুভেন্দু অধিকারী, চোর চোর চোটা শিশিরবাবুর ছেলেটা- উঠলো স্লোগান।

0
243

কাঁথি, নিজস্ব সংবাদদাতা:- কাঁথি পুরসভা অধিকারী পরিবার হাত ছাড়া করতে নারাজ। তাই কাঁথি পুর এলাকা জুড়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়ে। গতকালের পর আজ শুক্রবারও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়ে। এদিন যখন কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলো তখন স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকে। বাধার মুখে পড়তে শুভেন্দুকে। মেজাজ হারিয়ে ফেলেন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থির সামাল দেয়। এলাকায় উত্তজনা রয়েছে। এলাকায় পুলিশ পাহারা রয়েছে। কাঁথি পুর সভা যাতে হাত ছাড়া না হয় তার জন্য মরিয়া হয়ে পড়েছেন শুভেন্দু। কিন্তু প্রচারে বেরিয়ে বিক্ষোভ এর পর বিক্ষোভে পড়তে হচ্ছে তাকে।