নাবালিকা কে লাগাতর ধর্ষণ,গ্রেফতার ৫১ বছরের বৃদ্ধ।

0
286

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বছর চোদ্দ বয়সের এক নাবালিকা কে লাগাতার প্রায় কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠলো ৫১ বছর এক যুবকের নামে।অভিযোগ পেয়ে ইতিমধ্যে ৫১ বছর যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ি এলাকার পিয়ালির কলাড়িয়ার বাসিন্দা সুনীল শীল।অন্যদিকে প্রতিবেশী বছর চোদ্দ বয়সের এক নাবালিকা বাড়িতেই একাই থাকতো। তার বাবা-মা কলকাতায় পরিচারিকার কাজ করতো। প্রতিদিনই সকাল কলকাতায় রওনা দিতো। সন্ধ্যায় ফিরে আসতো। সেই সুযোগে প্রতিবেশি ওই নাবালিকা কে খাবারের প্রলোভন দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতো। এমন ভাবে দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে ওই নাবালিকা কে লাগাতর ধর্ষণ করে আসছিল ৫১ বছরের যুবক সুনীল। লোকজন জানাজানি হতেই ওই নাবালিকার পরিবারের লোকজন ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়ির পুলিশ।অভিযোগ পেয়ে শুক্রবার রাতে অভিযুক্ত ৫১ বছরের যুবক কে গ্রেফতার করে ফাঁড়ির পুলিশ।ধৃতদের শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।