প্রচার মিছিল না বলে বিজয় মিছিল বলাই ভালো, অলকা সেন মজুমদারের নির্বাচনী প্রচারে বললেন জেলা সাংগঠনিক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র।

0
316

সুদীপ সেন, বাঁকুড়া:- পুরো বাঁকুড়া জুড়ে জনপ্রিয়তার অন্য নাম অলকা সেন মজুমদার।

কাউন্সিলর এবং পৌরসভার চেয়ার পার্সন হিসেবে এলাকার রাস্তা, ড্রেন, আলো _ সমস্ত কিছুই করেছেন।
করোনা এবং বন্যার সময় বিপদ গ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

তাই তিনি যখন বাঁকুড়া পৌরসভা নির্বাচনে প্রার্থী হন তখন কর্মী, সমর্থক, সাধারণ মানুষের উৎসাহ, ভালোবাসা পান প্রাণ ভরে।

১৯ই ফেব্রুয়ারী পড়ন্ত বিকেলে তাঁর নিজের ওয়ার্ডে তিনি মহা মিছিল করলেন।
আক্ষরিক অর্থেই এটা ছিল মহা মহা মিছিল।
ঢোল, ঢাক বাদ্য সহকারে অসংখ্য কর্মী সমর্থক দের এই উৎসবের আকারে মিছিল অনেক মানুষের দৃষ্টি আকর্ষন করে।

তাই তো ১১ নম্বর ওয়ার্ডের প্রায় ৪ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অসংখ্য কর্মীর সাথে অলকা দেবী ও পা মেলালেন।
সাথে ছিলেন বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, তাল ডাংরার বিধায়ক অরূপ চক্রবর্ত্তী ও অন্যান্য নেতৃত্ব।

এই মিছিল কে জেলা তৃণমূল সভাপতি প্রচার মিছিল না বলে বিজয় মিছিল বলে উল্লেখ করেন।

প্রার্থী অলকা সেন মজুমদার বলেন, খুব ভালো জনগণের সাড়া পাচ্ছেন।
তিনি বলেন মানুষই বিচারক, তাঁরাই বিচার করবেন।
তিনি বলেন ১১ নম্বর ওয়ার্ড পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, তিনি প্রায় ৯৯% কাজ করে ফেলেছেন, মানুষের আশীর্বাদে বাকি ১% কাজ আগামী দিনে করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here