নির্বাচনী প্রচারের জন্য পথসভা ও মাইক ব্যবহার করার ক্ষেত্রে অনুমতি না দেওয়ার অভিযোগে থানায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।

0
388

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন পৌর নির্বাচনের ভোট প্রচারের ক্ষেত্রে পথসভা ও মাইক ব্যবহার করার জন্য অনুমতি না দেওয়ার অভিযোগে শনিবার রাতে নদীয়ার নবদ্বীপ থানার ভিতরে বসে পড়ে বিক্ষোভে দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। একাধিকবার লিখিত আকারে মহকুমা শাসক সহ স্থানীয় থানার আধিকারিক কে আবেদন করা সত্ত্বেও কোনরকম সহযোগীতা মেলেনি প্রশাসনের পক্ষ থেকে বলে অভিযোগ বিজেপি নেতৃত্ব। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস যেখানে একাধিক গাড়ি ও মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে সেখানে শাসকদলের অঙ্গুলি নিধনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করছে প্রশাসন বলেও অভিযোগ বিজেপি নেতৃত্বের। রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বিজেপির সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্ত নস্কর সহ অন্যান্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকরা নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ঘরের সামনে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন। নির্বাচনী প্রচারে তাদের দাবি মেনে মাইক ব্যবহার ও পথসভা করার ক্ষেত্রে অনুমতি না দেওয়া পর্যন্ত তাঁরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও জানানো হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে।