দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর।

0
3008

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর, এবার থেকে গেদে দর্শনা সীমান্ত দিয়েও ভারত সরকার বাংলাদেশী নাগরিকদের টুরিস্ট ভিসায় এই দেশে আসার অনুমতি দিতে পারে এমনটাই জানা যাচ্ছে । সূত্রের খবর অনুযায়ী প্রায় তিন বছর পর নদীয়ার গেদে দর্শনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী নাগরিকেরা ভিসার অনুমতি পেতে পারেন ভারতবর্ষের হাইকমিশনারের পক্ষ থেকে। জানা যায় নদীয়ার সীমান্তবর্তী এলাকা গেদে, ঠিক তার ওপারেই রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের দর্শনায় এলাকা। গেদে ও দর্শনা সীমান্ত দিয়ে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। এছাড়াও বেশ কিছু পণ্যবাহী মালগাড়ি। তবে সাধারণ মানুষ ট্রেন ছাড়া পায়ে হেটেও দুই দেশের মধ্যে সরকারিভাবে ভিসা অনুমতি নিয়ে পারাপার করতে পারতেন পূর্ববর্তী সময়ে। বিগত তিন বছর ধরে বাংলাদেশ হাইকমিশনার ভারতীয়দের গেদে দর্শনা সীমান্ত দিয়ে টুরিস্ট ভিসার অনুমতি দিলেও ভারত সরকার বাংলাদেশী নাগরিকদের টুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল। যদিও মেডিকেল এমার্জেন্সি ভিসা অনুমতি ছিল বলে জানা যায়। যার জেরে দুই দেশের নাগরিকদের পারাপারের জন্য চাপ পড়তো পার্শ্ববর্তী সীমান্ত এলাকা উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল সীমান্তের মধ্যে। এছাড়াও বিগত তিন বছর ধরে ভিসার অনুমতি বন্ধ থাকার কারণে সীমান্তবর্তী এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সীমান্তবর্তী এলাকায় রয়েছে বেশ কিছু মানি এক্সচেঞ্জের অফিস বেশ কিছু রেলের অধীনস্থ কুলি, হকার, খাবারের হোটেল এছাড়াও ভ্যান রিক্সার মালিকেরা। বিগত তিন বছর পর ভিসার অনুমতি স্বাভাবিক হওয়ার খবর শুনে তারাও খুশি। তবে সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত সরকারিভাবে পাকাপাকি কোন খবর আসেনি। তবে খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানালেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here