তমলুকে পৌর নির্বাচনের প্রচারে বেরিয়ে শাসক দলকে নিশানা বিরোধী দলনেতার।

0
262

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আগামী ২৭ শে ফেব্রুয়ারী পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা নির্বাচন।আর যার কারনে শনিবার সন্ধ্যা থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করলেন রাজ্যের বিরোধী দলমেতা শুভেন্দু অধিকারী। এইদিন প্রথমে তমলুকের মিমতলা মোড়ে চার প্রার্থীর সমর্থনে সভা করেন, পরে তমলুকের শঙ্করআড়া এবং তৃতীয় সভা করেন তমলুক জেলখানা মোড়ের কাছে।এইদিন প্রথম থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু আক্রমনাত্মক ছিলেন।এইদিন তিনি বলেন,তমলুক এলাকার উন্নয়ন আগে যা ঘটেছে তা তিনি যখম সাংসদ কিংবা হলদিয়া উন্নশন পর্ষদের চেয়ারম্যান ছিলেন সেই সময় তমলুক সহ জেলার একাধিক এলাকায় উন্নয়ন করেছেন।তিনি নাম না ধরে তমলুকের বর্তমান বিধায়ক যিনি রাজ্যের মন্ত্রী তাঁর তমলুক এলাকায় কোন উন্নয়নমূলক কাজের ফলকে নাম পাবেন না বলেও অভিযোগ করেন।তিনি আরো বলেন প্রাক্তন বেশ কিছু কাউন্সিলারকে তিনি জিতিয়েছিলেন মানুষকে অনুরোধ করে।বিদায়ী চেয়ারম্যান রবীন্দ্র নাথ সেন কে উদ্দেশ্য করে বলেন,তিনি জড় পদার্থের মতো থাকতেন।তমলুকের উন্নয়ন করতে ব্যর্থ।এদিন এনামূল গ্রেপ্তার প্রসঙ্গে জানান,এনামূল মানেই তৃনমূল।আসলে তৃনমূলের সঙ্গে এদের প্রত্যক্ষ যোগসাজস আছে।এদিন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় সম্পাদক অভিযেক ব্যানার্জীকেও কটাক্ষ করতে ছাড়েন নি।এদিন বলেন মানুষের করের টাকায় হেলিকপ্টার চড়েন এবং কয়লার টাকায় অভিষেক হেলিকপ্টারে চড়েন এখন।আর মাস ছয়েক পর রাজ্য সরকারের অবস্থা শোচনীয় দূরবস্থা ঘটবে।সবমিলিয়ে এদিন শুভেন্দু বাবু ভোট প্রসঙ্গে জানান,এবার নির্বাচনে তমলুকে তৃনমূল ছাপ্পা মারার ব্যবস্থা করার পরিকল্পনা করছে।তাই ভোটারদের উদ্দেশ্যে জানান,যদি কোন কারনে ভোট থেকে বঞ্ছিত হন তাহলে ভোটার কার্ড নিয়ে ৭২ ঘন্টা অবরোধে সামিল হবো বলে এদিন সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here