ভোটার স্লিপ দিয়ে বাড়ি বাড়ি দেওয়ার সময় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ,চাঞ্চল্য তাম্রলিপ্ত পৌরসভার ডহরপুরে।

0
423

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ভোটার স্লিপ দিয়ে বাড়ি বাড়ি দেওয়ার সময় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ডহরপুর এলাকায়, ঘটনায় আহত এক বিজেপি কর্মী, বর্তমানে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন, বিজেপির অভিযোগ এই দিন ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী তনুশ্রী রায় নায়েকের সমর্থনে ভোটার স্লিপ বাড়ি বাড়ি দেওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল তাদের পাল্টা বক্তব্য এর সঙ্গে কোনোভাবেই তৃণমূল চরিত্র নয়, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।