গাজোল ব্লকের গাজোলে ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হলো ওয়াটার এটিএম পরিষেবা।

0
283

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গাজোল ব্লকের গাজোলে ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হলো ওয়াটার এটিএম পরিষেবা। পাঁচ টাকার কয়েন মেশিনে ফেললেই বেরিয়ে আসবে এক লিটারের জলের পাউচ। মঙ্গলবার দুপুরে গাজোল ১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে এই ওয়াটার এটিএম পরিষেবা চালু করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু , গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ সংশ্লিষ্ট পঞ্চায়েতের কর্তারা।
উল্লেখ্য, মালদা জেলায় ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম গাজোল ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হলো ওয়াটার এটিএম পরিষেবা । যেখানে 5 টাকার কয়েন ফেলে বেরিয়ে আসবে এক লিটারের জলের পাউজ। ১০ টাকার কয়েনের বিনিময়ে মিলবে দুই লিটারের জলের পাউচ এবং ১৫ টাকায় মিলবে ২০ লিটারের জার বন্দী পরিস্রুত পানীয় জল । সস্তা এবং পরিস্রুত পানীয় জল পরিষেবার চাহিদা মেটাতে গাজোল ১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ।
এদিন সংশ্লিষ্ট পঞ্চায়েত সংলগ্ন এলাকাতেই ওই ওয়াটার এটিএম মেশিন বসানো হয়।
গাজলের বিধায়কয চিন্ময় দেব বর্মণ জানিয়েছেন, সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছে। সামনেই গরমের মরসুম । পঞ্চায়েত দপ্তরের বহু মানুষ নানান কাজে প্রতিদিন আসেন । মানুষের তৃষ্ণা মেটাতে এই ওয়াটার এটিএম পরিষেবার মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পাবেন। এতে অনেকটাই সাধারণ মানুষের জলকষ্টের সমস্যা দূরীকরণ হবে।