জমি চাষ গিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু।

0
365

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – চাষের জমি চাষ করতে গিয়ে মৃত্যু হল এক ট্রাক্টর চালকের।মৃতের নাম গৌতম রায়(৩৩)।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বড়িয়া এলাকায়।মৃতের বাড়ি বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর মাঝিপাড়া এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে ১০ নম্বর বড়িয়ার একটি মাঠে হ্যান্ড ট্রাক্টর নিয়ে চাষের কাজ করছিলেন গৌতম রায়। আচমকা পা পিছলে ট্রাক্টরের মধ্যে ঢুকে যায় চালক। ট্রাক্টরের ফালে তার দেহ ক্ষবিক্ষত হয়। রক্তাক্ত অবস্থা তিনি চিৎকার শুরু করেন।পাশে অন্যান্য চাষীরা দৌড়ে আসেন। দ্রুততার সাথে ওই ট্রাক্টর চালক কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসার পর মৃত্যু হয় ওই হ্যান্ড ট্রাক্টর চালকের।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।অন্যদিকে বাসন্তীর ১১ নম্বর মাঝি পাড়া এলাকায় দুর্ঘটনার খবর পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
অন্যদিকে ঠিক কি ভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।