কলকাতা, সব খবর ডেস্ক:- বাঙালীর মাতৃভাষার স্বীকৃতি অর্জনের গৌরবময় ইতিহাস স্বম্পর্কে আগামী প্রজন্মকে শ্রদ্ধাশীল করতে, আজ থেকে কুড়ি বছর আগে মহান একুশে ফেব্রুয়ারীর দিনে শ্রী চন্দ্রনাথ বসুর সফল উদ্যোগ ও প্রচেষ্টায় আলোকিত একটি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘স্বজন’ এর যাত্রা শুরুর বর্ষপূর্তির আড়ম্বরপূর্ণ উদযাপন হয়ে গেলো গত একুশে ফেব্রুয়ারীতে কলকাতার বুকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাষ্ট হলের ‘চিত্তরঞ্জন পাল স্মৃতি মঞ্চে…!
বাংলার দেশবরেণ্য সাহিত্যিক, জনপ্রতিনিধি, প্রান্তিক জীবনধারার সম্বৃদ্ধ সৃষ্টিশীল প্রবীণ ও নবীন উজ্জ্বল মানুষদের মুখরিত অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর আলো ঝলমলে অপরাহ্নে “স্বজন” মঞ্চ পরিনত হয়েছিলো অন্যরকম এক আলোকধারার উৎসবে…!
একুশের আলো ঝলমলে দুপুরে স্বজনের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী চন্দ্রনাথ বসু মহাশয়ের সার্বিক তত্তাবধানে ও সভাপতি শ্রী ডঃ রনজিৎ দাস মহাশয়ের অসাধারণ সঞ্চালনায় ‘স্বজন’ এর
কুড়ি বছর উৎযাপনের এই আলোকিত মঞ্চে স্বজনের আমন্ত্রণে অনুষ্ঠানটির প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঃবঃ সরকারের প্রাক্তন মন্ত্রী ও চেয়ারম্যান(কারিগরি দপ্তর) শ্রী পূর্ণেন্দু বসু মহাশয় , বিশিষ্ট সাহিত্যিক আরণ্যক বসু মহাশয় , কবি শ্রী পরাণ মাঝি মহাশয় , কবি সাহিত্যিক ও কলামিস্ট শ্রী সৌগত রাণা কবিয়াল মহাশয়, কবি ও গবেষক ডঃ এমদাদ হোসেন মহাশয়, বিশিষ্ট সমাজসেবক শ্রী রবীন পান্ডে মহাশয় , টিভি সঞ্চালিকা শ্রীমতী নন্দিনী লাহা মহাশয়া, কবি শ্রীমতী ডঃ সীমা রায় মহাশয়া, কবি শ্রীমতী মিলি দাস মহাশয়া, কবি শ্রীমতী তমা কর্মকার মহাশয়া সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ সহ প্রান্তিক অঞ্চলের অনেক গুনি নবীন প্রবীণ কবি সাহিত্যিকগন…!
গত ২০২০ থেকে সামাজিক মান উন্নয়নে কাজ করার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির জন্য অনুপ্রেরণামূলক আয়োজন শুরু করে ‘স্বজন’ পরিবার…,
তারই ধারাবাহিকতায় ‘স্বজন’ পরিবারের নব প্রজন্মের সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের মেধাবী তরুণ তুর্কি সদস্যদের প্রাণচঞ্চল ও আন্তরিক তত্ত্বাবধানে, তাদের সার্বিক পরিচালনা ও সহযোগিতায় উক্ত সফল অনুষ্ঠান আয়োজনে আগত অতিথিদের হাতে তুলে দেয়া হয় কবি শঙখ ঘোষ স্মৃতি সম্মাননা….!
সামাজিক উন্নয়নে মানবিকতার চর্চায় স্বজনের এর দীর্ঘ পথচলায় বিগত সাফল্যের হাত ধরে আগামীর জন্য সুস্থ সমাজ গঠনে পরিবেশের বিশেষ ভূমিকা ও সমাজের মানবিক মান উন্নয়নের নব প্রতিজ্ঞায় এবং আগত কবি সাহিত্যিকগনের মুখরিত কবিতার ছন্দে একুশে ফেব্রুয়ারী দিনে কলকাতার চিত্তরঞ্জন পাল স্মৃতি মঞ্চে সমস্বরে উচ্চারিত হলো সভ্যতার জাগরণে মানবের জয়গান…!
ভালো থাকুক মানবতা..
বেঁচে থাক সভ্য সাহিত্য…!
সৌগত রাণা কবিয়াল
( কবি সাহিত্যিক ও কলামিস্ট)
Leave a Reply