ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে রয়েছেন কেশপুর ব্লক এর এক পড়ুয়া উদ্বেগে রয়েছে তার পরিবারের লোকেরা।

0
494

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর এর সুনিল হানদল ছেলে শুভদীপ হানদল, ইউক্রেনে ডাক্তারি পড়াশোনা করেছিলেন। ইউক্রেনে যুদ্ধ লাগার কারণে বাড়ি আসতে পারছে না। যার ফলে তার বাড়ির লোকেরা উদ্বেগে রয়েছেন। শনিবার তৃনমূল কংগ্রেসের আনন্দপুর অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান শুভদীপ এর বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে তার বাবা-মা সহ পরিবারের সকলের সঙ্গে তিনি কথা বলেন। সেই সঙ্গে তিনি বলেন বিষয়টি এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহাকে জানিয়েছেন । এছাড়াও তিনি বলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শিউলি সাহার মাধ্যমে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানানো হবে। শুভদীপ কে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার হবে বলে তিনি জানান ।তবে ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে শুভদীপ আটকে থাকায় তার পরিবারের সকলেই যেমন উদ্বেগে রয়েছেন, তেমনি তার প্রতিবেশীরাও যথেষ্ট চিন্তার রয়েছেন ।এলাকার ভালো কৃতি ছেলে হিসেবে শুভদীপ পরিচিত । তাই আনন্দপুর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুভদীপ এর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নবান্ন কে জানিয়েছে বলে বিশেষ সূত্র মারফত জানা যায়।