দুশ্চিন্তায় ঘুম উড়েছে, ছেলেকে ইউক্রেন থেকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার আর্জি পরিবারের।

0
429

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, অবশেষে নিরুপায় হয়ে সংসার চালানোর তাগিদে গত 7 মাস আগে বাড়ির সোনার গহনা, তাঁত বিক্রি করে ইউক্রেনে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু বর্তমান ইউক্রেনের পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে পরিবারের। নদীয়ার শান্তিপুরের গবার চর তালতলা পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস। পেশায় তাঁত শ্রমিক। দীর্ঘদিন ধরে করোনার কারণে বন্ধ ছিল তাঁতের কাজ। সেই কারনে সংসারে আর্থিক অনটন লেগেই থাকত। অবশেষে সংসার চালানোর তাগিদে সব কিছু বিক্রি করে কিছু টাকা উপার্জনের আশায় ইউক্রেন পাড়ি দেয়। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই ছন্দপতন। ইউক্রেনের বর্তমান পরিস্থিতির খবর শুনে ঘুম উড়েছে সুমন বিশ্বাস এর পরিবারের। সুমন বিশ্বাস এর স্ত্রী মৌসুমী বিশ্বাস বলেন, তার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। স্বামী এখন ইউক্রেন ছেলে কোনরকমে পোল্যান্ডে রয়েছে বলে জানিয়েছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরছে ততক্ষণ চরম দুশ্চিন্তায় রয়েছে তারা। সমির বিশ্বাসের বাবা অসিত বিশ্বাস সরকারের কাছে ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here