ভোটের আগে কড়া নাকা চেকিং ঝাড়গ্রামে।

0
199

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের ভোটগ্রহণ রবিবার।শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট করানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। তাই শনিবার ঝাড়গ্রাম জেলা শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের তরফ থেকে নাকা চেকিং করা হয়। ঝাড়গ্রাম শহরে ঢোকা এবং বেরোনোর উভয় সময় এই নাকা চেকিং কর হয়। ভোটের দিন বা ভোটের আগের দিন শহরের যাতে বহিরাগতদের মধ্য দিয়ে কোনো ঝামেলা না হয় এবং ভোটের আগের দিন যাতে অবাঞ্ছিত কেউ প্রবেশ না করতে পারে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে এই নাকা চেকিং করা হয়ে থাকে। শহরে ঢোকার বেরোনোর মুখে প্রত্যেককে দাঁড় করিয়ে তাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চাওয়া হয় এবং গাড়ির কাগজপত্র এছাড়া চার চাকার গাড়ির থেকে গাড়ির ভেতরে থাকা মানুষজনদের নামিয়ে গাড়ির ভিতরেও তল্লাশি চালানো হয়ে থাকে। ভোটের দিন বা তার আগের দিন কোন রকম অপ্রীতিকর বা বড় কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রশাসনের তরফ থেকে এই নাকা চেকিং করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here