রাত পোহালেই ভোট ঝাড়গ্রাম পৌরসভায়।

0
190

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: রাত পোহালেই ঝাড়গ্রাম পৌরসভার ভোট গ্রহণ। ইতিমধ্যে ভোটগ্রহণ কে কেন্দ্র করে বুথ এবং শহরের মধ্যে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে। সকাল থেকেই ঝারগ্রাম এর মহিলা রাজ কলেজের ডিসি আরসি সেন্টারে ভোট কর্মীরা এসে পৌঁছান এবং সেখান থেকেই প্রত্যেকে নিজেদের দ্বায়িত্বপ্রাপ্ত বুথে ইভিএম নিয়ে রওনা দেন।ডিসি আরসি সেন্টারে ঝাড়গ্রাম এর মহাকুমা শাসক বাবু লাল মাহাতো উপস্থিত থেকে ভোট কর্মীদের সাথে কথা বলেন এবং সেন্টারের ইভিএম ডিস্ট্রিবিউশন পক্রিয়া টি নিজে খতিয়ে দেখেন এছাড়াও ভোট কর্মীদের হাতে ইভিএম দিয়ে তাদের ভোট গ্রহণের বিষয়টি বুঝিয়ে দেন।
ঝাড়গ্রাম পুরসভা ভোটের ডিসি (ড্রিস্টিবিউশন সেন্টার) ও আরসি (রিসিভিং সেন্টার) হচ্ছে মহিলা রাজ কলেজে। পাশাপাশি মহিলা রাজ কলেজেই ভোট গণণা হবে বলে জানা গেছে।শহরে এবার মোট ৬৬ টি বুথে ১৮টি ওয়ার্ডের ভোট গ্রহণ হবে।আগে বুথ সংখ্যা ছিলো ৫৮টি টি বর্তমানে তা বেড়ে হয়েছে ৬৬টি। যে সব বুথে ১২০০ বেশি ভোটার রয়েছে সেই বুথ গুলি ভেঙে দেওয়া হয়েছে,যারফলে আটটি অতিরিক্ত বুথ করা হয়েছে। পুরসভার মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৫০০। পুরুষ ২৫ হাজার ৩৪৫ জন ও মহিলা ২৭ হাজার ১৪৩ জন, অনান্য রয়েছেন ১২ জন। প্রতিটি বুথে চারজন ভোটকর্মী থাকবেন।। ৩০ শতাংশ ভোটকর্মী রিজার্ভে থাকবে। সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশো ভোটকর্মী থাকবে এবং সাতজন সেক্টর অফিসার থাকবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here