নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পৌর নির্বাচনের দিন পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক আহত দুই, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বেলা নাগাদ তমলুকের ধারিন্দা সংলগ্ন নিমতৌড়ি রাস্তায় ভোটের দায়িত্বে থাকা একটি পুলিশ গাড়ির ধাক্কায় আহত হয় ৩ বাইক আরোহী, এরপর স্থানীয়দের প্রচেষ্টায় ওই আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সাগর সিংহ নামে বাইক চালকের, গুরুতর আহত হয় তার স্ত্রী ও একটি তিন বছরের কন্যা শিশু, এরপর এই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
Home রাজ্য দক্ষিণ বাংলা পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক আহত দুই,ঘটনায় তীব্র চাঞ্চল্য নিমতৌড়ি এলাকায়, রাস্তা...