সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের বিরিঞ্চিবাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল।এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুসীমা মিত্র সহ বিভিন্ন ক্লাসের শিক্ষিকা এবং ছাত্রীদের সাথে কথা বলেন।পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের অভাব,অভিযোগ শোনেন।দীর্ঘ দিন ধরে কোভিডের কারণে স্কুল গুলি বন্ধ ছিল।ফলে পঠন পাঠনে বিভিন্ন ভাবে সমস্যা হচ্ছিল ছাত্রীদের। রাজ্য সরকারের ঘোষিত কোভিড বিধি মেনেই স্কুল গুলি চালু হয়। বিরিঞ্চিবাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে।বিধায়ক কে কাছেে পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুসীমা মিত্র পানীয় জলের সমস্যা এবং বিদ্যালয়ে ছাত্রীদের হোস্টেল সংস্কার বিষয়ে লিখিত অভিযোগ জানান।এদিন বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন বাসন্তী কেন্দ্রের বিধায়ক।
বালিকা বিদ্যালয় পরিদর্শনে বিধায়ক।

Leave a Reply