যেরকম নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিলেন অবাধ শান্তিপূর্ণভাবে ভোট হবে,সেরকমভাবে ভোট লুট হয়েছে,খড়্গপুরের মন্তব্য দিলীপ ঘোষের।

0
261

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রবিবার রাজ্যের ১০৮ টি পৌরসভায় পৌর নির্বাচন হয়ে গেল, তবে বেশ কয়েকটি জায়গায় ভোট লুট, বুথ জ্যাম, মারধর, অশান্তি,উত্তেজনার ছবি উঠে এসেছে, এই পরিপ্রেক্ষিতে এই দিন বিকেলে খড়গপুর শহরের নিজের বাংলো থেকে অবাধ ভোট লুট হয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসনের আশ্বাস থাকা সত্ত্বেও, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, সকাল থেকে ভালো কোট চললেও বিকেল চারটার পর থেকে বাইক বাহিনী পেরিয়ে অবাধে ভোট লুট করেছে খরগপুর পৌরসভা একাধিক ওয়ার্ডে, এমনটাই বললেন দিলীপ ঘোষ, তিনি আরো বলেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারল না তাহলে,এরা আরো ৫ বছর বোর্ড করবে এবং লুট করবে, পাশাপাশি সারা রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে।