খড়্গপুরের হিজলি স্টেশনে নেমে বিধাননগর শিলিগুড়িতে বহিরাগত নিয়ে ক্ষোভ প্রকাশ দিলীপ ঘোষের।

0
239

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর:- শনিবার রাজধানীতে ট্রেন থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর হিজলি স্টেশনে নামলে বিজেপি সাংসদ এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । খড়্গপুরের হিজলি স্টেশনে নেমে বিধাননগর শিলিগুড়িতে বহিরাগত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি বলেন এই জন্য এই রাজ্যে নির্বাচনের জন্য আমরা বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছি । দেখুন যেটা আমরা আশা করেছিলাম সেন্ট্রাল ফোর্স চাওয়া হয়েছিল যাতে লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন কিন্তু সকাল থেকে যে দেখা যাচ্ছে এত ফলস ভোটার এসেছে আমাদের আমাদের প্রতিনিধি এবং সংবাদমাধ্যমকে তাডা করে করে ফলস ভোটার ধরেছে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে না । এই জন্য আমরা বলেছিলাম পুলিশ থাকলেও ভোট হবে না পুলিশ টিএমসির ক্যাডারদের মতন কাজ করছে । আমাদের কর্মীদের আটকানো ভয় দেখানো সবি ই চলছে এটা শান্তিপূর্ণভাবে ভোট নয় । কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলার জন্য সব সময় আমরা ডিমান্ড করি আমরা জানি পুলিশের উপরে ভরসা নেই পুলিশের সামনে এই সমস্ত উল্টোপাল্টা হচ্ছে লুটপাট চলছে জেলাতে এইভাবে আমরা কিন্তু লুট করতে দেবে না কাউকে। এটা কমন সিনারিও আপনারা দেখেছেন নমিনেশন করতে দাইনি কনটেস্ট করতেই দেয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন তারা । পুলিশের সামনেই মারপিট পুলিশ লাঠি চালিয়ে দিচ্ছে একটু তো হওয়ারই ছিল তাই আমরা মাঠে আছি বিধান নগর এবং আসানসোলের মতন জায়গা সবথেকে বেশি হিংসা হচ্ছে । আসানসোলে বিজেপি তৃণমূল প্রার্থীর গাড়িতে পুলিশের স্টিকার কি বলবেন তখন দিলীপ ঘোষ বলেন আমি বলেছি পুলিশ ও তৃণমূলের ক্যাডার পুলিশের গাড়িতে টিএমসির স্টিকার তো থাকবেই তৃণমূল এবং সিপিএমের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ এবং সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here