স্ট্রং রুমে ইভিএমের সঙ্গে প্রার্থী ঢুকতে বাধা,বিক্ষোভ এগরায়, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

0
399

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পৌর নির্বাচন শেষে এগরা মহকুমা অফিস তৈরি করা হয়েছে এগরা পুরসভায় স্ট্রং রুম। সেখানে ইভিএমের সঙ্গে প্রার্থীদের না ডুকতে দেওয়ার অভিযোগে রীতিমতো পুলিশ সঙ্গে ধ্বস্তাধ্বস্তির পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ সঙ্গে প্রার্থীর,এরপর নির্বাচনি এজেন্ট এবং সাধারণ মানুষ ইভিএম গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায়। এরফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এগরা বাজকুল রাজ্য সড়কে। অবশেষে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাশাপাশি যানজট মুক্ত করে।