আলিপুরদুয়ার পৌরসভা ও ফালকাটা পৌরসভার ভোট শুরু হল ।

0
508

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার পৌরসভা ও ফালকাটা পৌরসভার ভোট শুরু হল । আলিপুরদুয়ার পৌরসভার 6 নং ওয়ার্ডে শান্তিনগর আর আর প্রাইমারী বিদ‍্যালয়ে সকাল সকাল ভোটাররা ভোটদান লাইনে দাড়িয়েছে । প্রতিটি বুথে পুলিশের পক্ষ থেকে আটোসাটো নিরাপত্তা রয়েছে।

রবিবার সকাল থেকে ফালাকাটার ১৮ আসনে শুরু হল ভোটগ্রহণ। সকালথেকেই ভোটগ্রহন কেন্দ্রের বাইরে লম্বা লাইন। প্রতিটি ভোটারকেই থার্মাল স্ক্যানিং করিয়ে এবং গ্লাভস পড়িয়ে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশের করানো হচ্ছে।