বিজেপির ডাকা বনধের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল জনসমুদ্রে পরিণত।

0
277

আবদুল হাই, বাঁকুড়াঃ পৌরভোটে অশান্তির অভিযোগে রাজ্য জুড়ে বিজেপি গতকাল রবিবার সন্ধ্যায় বাংলা জুড়ে ১২ ঘন্টা বনধ ঘোষণা করে।আজ বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের প্রতিবাদে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস এক মহামিছিলের ডাক দেয়। ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে গোটা ইন্দাস বাজার পরিক্রমা করে। এদিনের বিজেপির ডাকা বনধ এর প্রতিবাদে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন রক্ষিত, রবিউল হোসেন, মোল্লা নাসের আলি এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থক সহ হাজার হাজার মানুষ মহামিছিলে পা মেলান। আজকের বিজেপির ডাকা বনধে ইন্দাস এলাকার সব জায়গায় দোকান,বাজার স্কুল, কলেজ ,রেল সহ যানবাহন অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল।