BJP র ডাকা ১২ ঘণ্টার প্রভাব পরল না শিল্পশহর হলদিয়ায়,তবে বন্ধের সমর্থনে বেশ কিছু জায়গায় পথে নেমেছে BJP

0
270

নিজস্ব সংবাদাতা,পূর্ব মেদিনীপুর:- পৌরনির্বাচন নামে রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস, ছাপ্পা ভোট,ভোট লুট,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি, এই দিন সকাল থেকে বন্ধের সমর্থনে রাজ্যের একাধিক জেলার একাধিক এলাকায় পথে নেমেছে বিজেপি, তবে এই বন্ধের প্রভাব পরল না একসময় অধিকারী গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায়, সমস্ত কল-কারখানা যথারীতি ভাবে চলছে, সময় মত শ্রমিকরা কারখানায় ডুকছে, তবে এই দিন বন্ধের সমর্থনে শিল্পশহর হলদিয়ার একাধিক এলাকায় পথে নেমেছে বিজেপি, তবে নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় বন্ধের সমর্থনে বিজেপির মিছিল করতে দেখা গেছে, এদিন বিজেপি কর্মী সমর্থক রা রাস্তা অবরোধ করে বাস আটকে মিছিল করতে দেখা গেছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ব্যাপক হুলুস্থূলুস বেঁধে যায় বিজেপি কর্মী ও পুলিশ প্রশাসনের সাথে,তেমনি চিত্র উঠে এলো এই দিন। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আমাদের।