সারা রাজ্যজুড়ে পালিত হচ্ছে আদিবাসী দিবস।

0
196

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আজ ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস,সারা রাজ্যজুড়ে পালিত হচ্ছে আদিবাসী দিবস। তাই আদিবাসী একতা হুলসীয় মঞ্চ এর উদ্যোগে সামাজিক সংগঠন সমূহে একটি যৌথ মঞ্চ, তরফে মঙ্গলবার এক বাইক র‍্যালি আয়োজন করা হয়। আদিবাসী বিভিন্ন পাঁচটি সংগঠন একত্রিত্ব হয়ে, এদিন হবিবপুর থানার আইহো বাসস্ট্যান্ড থেকে বামনগোলা থানার পাকুয়াহাট পর্যন্ত বাইক র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি করা হবে । এদিন এই বাইক র‍্যালিটি আইহো বাস স্ট্যান্ড থেকে এদিন দুপুরে আদিবাসী সংগঠনের কর্মীরা বাইক নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করে। এই বাইক র‍্যালিটি আইহো বাস স্ট্যান্ড থেকে শুরু করে মালদা নালাগোলা রাজ্য সড়ক ধরে হবিবপুর,কেন্দপুকুর, হয়ে বামনগোলার পাকুয়াহাট গিয়ে শেষ হবে এবং সেখানে ওই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আদিবাসী অনুষ্ঠান সহ বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। এ বিষয়ে আদিবাসী একতা হুলসীয় মঞ্চ সংগঠনের কোঅর্ডিনেটর বাবুরাম কিস্কু বলেন আজ বিশ্ব আদিবাসী দিবস সেই উপলক্ষে আদিবাসী বিভিন্ন সংগঠনের পাঁচটি শাখা এক সঙ্গে হয়ে আজ আদিবাসী দিবস পালন করা হছে। আইহো বাস স্ট্যান্ড থেকে র‍্যালি শুরু করে পাকুয়াহাটে গিয়ে শেষ হবে সেখানে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ করে শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here