উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ এর পৌরসভার পৌর নির্বাচন শেষ হলো।

0
422

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ এর পৌরসভার পৌর নির্বাচন শেষ হলো। এই কালিয়াগঞ্জ শহরে পৌর নির্বাচনে মোট সতেরোটি ওয়ার্ডে আছে। বিজেপি প্রার্থী ও কিন্তু পিছিয়ে নেই। সতেরোটি ওয়ার্ডে ছটি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। কালিয়াগঞ্জ শহরে প্রাক্তন পৌর কার্তিক চন্দ্র পাল আট নাম্বার ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তাকে ঘিরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা কিন্তু তার রেজাল্ট দিয়ে কালিয়াগঞ্জ এর মানুষকে দেখিয়ে দিলেন।তিনি সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছেন ২০২৬ভোটে জয় লাভ করেন ।5 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী গৌতম বিশ্বাস ১৯৪৮ভোটে জয়লাভ করে,12 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী বিভাস সাহা ৯৮৮ ভোটে জয়লাভ করে, 10 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী গৌরাঙ্গ দাস ১০৭৪ভোটে জয়লাভ করে,১১ নাম্বার ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী পিয়ালী সাহা দাস ১১২৫ ভোটে জয়লাভ করে, সাত নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী বর্ণালী দাস ১০৬১ ভোটে জয়লাভ করে। এবার দেখার বিষয় বিরোধী হয়ে কতখানি কাজ করতে পারে ওয়ার্ড বাসীর জন্য। কতখানি চাহিদা পূরণ করতে পারে ওয়ার্ড বাসীর জন্য।