নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এই জয় শান্তির জয়, উন্নয়নের জয়। তাহেরপুর পৌরসভা দখল রেখে প্রতিক্রিয়াঃ দিলেন বামেদের জয়ী প্রার্থীরা। উল্লেখ্য,গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড় অব্যাহত থাকলেও একমাত্র নদীয়া তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রাখল। তাহেরপুর পৌরসভার 13 টি ওয়ার্ডের মধ্যে আটটি এবং তৃণমূল পাঁচটিতে জয়লাভ করেছে। বামফ্রন্ট প্রার্থীদের দাবি, যেহেতু তাহেরপুর পৌরসভা বামফ্রন্টের দখলে ছিল সেই কারণে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিল তাহেরপুর পৌরসভা। শুধু তাই নয় অন্যান্য পৌরসভার যে প্রাপ্য অধিকার সেটা থেকে তাহেরপুর পৌরসভা কে বঞ্চিত করে রাখা হতো বলে অভিযোগ। এর পাশাপাশি দীর্ঘদিন পৌরসভা ছিনিয়ে নিতে বাম কর্মী সমর্থকদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে রাজ্যের শাসক দল। আর এটাই তাহেরপুর এলাকার সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। সেই কারণে সাধারণ মানুষ শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে সমর্থন করেছে। তৃণমূল গোষ্ঠী কোন্দল এর ফলে তাদের তাহেরপুর পৌরসভা হার স্বীকার করে নিল তাহেরপুরের পরাজিত প্রার্থীরা। তাদের দাবি তাহেরপুরে বামেদের শক্ত ঘাঁটি হলেও তৃণমূল ভালো শক্তিশালী সংগঠন তৈরি করতে পেরেছিল। কিন্তু বস্তি কোন্দলের কারণে শাসকদল থাবা বসাতে পারল না।