বৌমা-শশুরকে হারিয়ে খড়গপুর পৌরসভার নির্বাচনে জয়ী হলেন বিধায়ক হিরন ও কবিতা।

0
395

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার পৌর নির্বাচনের ফলাফলে বৌমা ও শশুরকে হারিয়ে নির্বাচনে জিতলেন খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী কবিতা দেবনাথ, প্রসঙ্গত খরগপুর পৌরসভা কেন্দ্রের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন শশুর জহর পাল, পাশাপাশি ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কবিতা দেবনাথের বিরুদ্ধে লড়াই করেছিলেন নির্দল প্রার্থী হিসেবে বৌমা জয়া পাল, কিন্তু পৌর নির্বাচনের ফলাফলে হিরণ চট্টোপাধ্যায় ও কবিতা দেবনাথের কাছে হেরে গেলেন শশুর ও বৌমা, তবেই এই মজাদার ঘটনা ঘটার পরেও খড়গপুর পৌরসভার ভোট গঠন করবে তৃণমূল, কারণ ফলাফলে ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ড দখল করে নিয়েছে তৃণমূল, সেখানেই বিজেপি পেয়েছে মাত্র ৬ টি ওয়ার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here