ইন্দাসে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান স্কুলের কাছাকাছি দোকানে দোকানে।

0
192

আবদুল হাই, বাঁকুড়াঃ স্কুল , কলেজের ১০০ গজের মধ্যে কোন দোকানে বা স্টলে তামাকজাত দ্রব্য রাখা এবং বিক্রি করা যাবে না এই বার্তা নিয়েই আজ বাঁকুড়া জেলার ইন্দাস পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইন্দাসের স্কুলের কাছাকাছি বিভিন্ন দোকানে দোকানে অভিযান চালালেন।
এই প্রসঙ্গে সাইকোলজিস্ট সিদ্ধার্থ রায় বলেন, অভিযানের যেহেতু আজ প্রথম দিন তাই প্রত্যেককে সতর্ক করা হচ্ছে , আগামী দশ দিন পরে আমরা আবার ভিজিট করবো প্রত্যেকটি দোকানে দোকানে আর তখন যদি আবার ওই সমস্ত দোকান থেকে তামাকজাত দ্রব্য পাওয়া যায় তবে ফাইন করব এবং আরো কি কি ভাবে তামাক রাখা এবং বিক্রি বন্ধ করা যায় সেটাও ভেবে দেখব।
এই উদ্যোগ নিঃসন্দেহে জনহিতকর ,
বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়া দের কাছে তো আরোই তাৎপর্যবাহী, কারণ আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের দেশের সম্পদ, দেশের সেই সম্পদকে রক্ষা করাই কর্তব্য দেশের প্রত্যেকটি নাগরিকের, যদি এই কর্তব্য পালনে সরকার এগিয়ে তার থেকে ভালো আর কিছু হতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here