একাধিক দাবিতে কর্মবিরতি রানীবাঁধে, আশাকর্মীদের।

0
168

আবদুল হাই,বাঁকুড়াঃ উৎসাহ ভাতা নয়, সরকারী কর্মীর স্বীকৃতি দিতে হবে, মাসিক ন্যুনতম ২১ হাজার টাকা বেতন সহ একাধিক দাবিতে এবার ‘কর্মবিরতি’র ডাক দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। বুধবার সারা জেলার সঙ্গে রানীবাঁধেও সংগঠনের সদস্যরারা কর্মবিরতি পালন করেন। একই সঙ্গে এদিন তাঁরা রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান আন্দোলনে অংশ নেন।

  পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যদের তরফে বলা হয়েছে, এখন কাজের ধরণ অনেকখানি পরিবর্তিত হয়েছে। যখন আমরা কাজে যোগ দিই তখন শুধুমাত্র মা ও শিশুদের নিয়ে নিয়ে কাজ করতে হতো। এখন আমাদের একজন স্বাস্থ্য কর্মীর মতো কাজ করতে হচ্ছে। ফলে দায়িত্ব বেড়েছে, বাড়েনি সুযোগ সুবিধা। তাই পূর্ণ স্বাস্থ্যকর্মীর মর্যাদা প্রদান ও মাসিক ন্যুনতম ২১ হাজার টাকা বেতনের দাবিতে তারা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়ায় তারা 'কর্মবিরতি'র পথে যেতে বাধ্য হলেন বলে তারা  জানিয়েছেন।

বাইট: মালতী হেমব্রম (আশা কর্মী)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here