ভোট পর্ব মেটার পরেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য তমলুক পৌরসভা এলাকায়।

0
252

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পৌর নির্বাচনের ফলাফলের পরের দিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা এলাকায়, বৃহস্পতিবার বেলা নাগাদ তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় রূপনারায়ন নদীর পাড়ে ষোলো ফুকার খালে এক মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এর পরে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় তমলুক থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।