নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট 7 নম্বর ওয়ার্ডের স্ট্যান্ড রোডের বাসিন্দা ছাত্র অভিদ্বীপ দত্ত বর্তমানে ইউক্রেন থেকে হাঙ্গারি তে চলে এসেছে ।সেখান থেকে ভারতীয় দূতবাসের সাহায্যে ভারতে আসার চেষ্টা চলছে ।সাত দিন ধরে উৎকণ্ঠায় থাকার পর অবশেষে কিছুটা স্বস্তি হলেও একমাত্র যতক্ষন না তাদের কাছে আসছে ততক্ষণ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে । এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা ।
সাত দিন ধরে উৎকণ্ঠায় থাকার পর অবশেষে কিছুটা স্বস্তিতে ইউক্রেন থেকে হাঙ্গারিতে চলে আসা অভিদ্বীপ দত্ত’র পরিবার।

Leave a Reply