জেলা জুড়ে বাড়ছে ছাত্র দুর্ঘটনা, দুর্ঘটনা এড়াতে সচেতনতার বার্তা তুলে ধরতে পথে প্রশাসনিক আধিকারিকরা।

0
367

তমলুক, নিজস্ব সংবাদদাতা:- কোভিডের কারনে দীর্ঘ প্রায় দু বছর স্কুল কলেজ বন্ধ থাকে। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ৩রা ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে সমস্ত স্কুল কলেজ। স্কুল কলেজ চালু হওয়ার পর থেকে জেলা জুড়ে বাড়ছে দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় মৃত্যু ও আহত হচ্ছে স্কুল পড়ুয়ারা। দুর্ঘটনা কমাতে, সচেতনতার বার্তা তুলে ধরতে এবার পথে নামলো জেলার প্রশনের আধিকারিকরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির নেতৃত্বে সচেতনতার প্রচারে হাজির ছিলেন, ডি এস পি ট্রাফিক পবীত্র বারিক, অতিরিক পুলিশ সুপার ট্রাফিক শ্রদ্ধা পান্ডে, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক এল আর অর্ণব কোলে, তমলুকের মহকুমা শাদক সৌভিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন তমলুকের হলদিয়া -মেচেদা ৪১ নম্বর জাতীয় সডকের নিমতৌড়ি থেকে হলদিয়া পর্যন্ত জাতীয় সড়কের ধারে থাকা স্কুলগুলির পড়ুয়াদের হাত ধরে রাস্তা পারাপার করে দেন জেলাশাসক সহ উপস্থিত আধিকারিকরা। স্কুল শুরু এবং স্কুল শেষ হওয়ার দুটি সময়ে এলাকায় এলাকায় আধিকারিকরা প্রতিদিন উপস্থিত থাকবে বলে জানান জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here