জাতীয় ভোটার দিবস কে সামনে রেখে এক কর্মশালা বাঁকুড়ার শালতোড়া ব্লকে।

0
267

সুদীপ সেন, বাঁকুড়া:- গণ তান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে এবং সকলের ভোট দানের ব্যবস্থাকে সুনিশ্চিত করতে বদ্ধ পরিকর ভারতের নির্বাচন কমিশন।

সেই উদ্দেশেই সকল ভোটার ও সাধারণ মানুষকে সচেতন করতে my vote is my future_ power of one vote এই স্লোগান কে সামনে রেখে চলছে সচেতনতা মূলক প্রচার।

এই প্রচারের অঙ্গ হিসেবে ৪ই মার্চ বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা।

ব্লক এলাকার বি, এল, ও , এ,ই,আর, ও , সুপারভাইজার এবং নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন স্তরের ব্যাক্তি গণ এতে অংশগ্রহণ করেন।

শালতোড়া ব্লকের বিডিও শ্রী যুক্ত মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও শ্রী যুক্ত মিলন মালাকার , বি, আই, ও , স্যার এবং অন্যান্য ব্লক আধিকারিক গণ এতে উপস্থিত ছিলেন।

জয়েন্ট বিডিও শ্রী যুক্ত মিলন মালাকার বিষয় টি বিস্তারিত ভাবে আলোচনা করেন।

ভোটারদের সচেতনতা প্রচারে কুইজ, সঙ্গীত, ভিডিও মেকিং, স্লোগান, পোস্টার তৈরি প্রতি যোগিতা সকলের জন্য রাখা হয় বলে তিনি জানান।

প্রতিযোগীদের নাম অন্তর্ভুক্তির জন্য দুটি ওয়েব সাইটের তিনি উল্লেখ করেন।
সেগুলি হলো voter_ contest @eco.gov.in এবং https://eci sveep.nic.in/ contest

এই প্রতিগোগিতায় আকষণীয় পুরস্কারের কথাও তিনি জানান।

এছাড়া প্রতিযোগীরা নির্বাচন কমিশন নির্ধারিত একটি গণ্ডি অতিক্রম করলে একটি ব্যাজ এবং ই সার্টিফিকেট পাবেন।

বিডিও শালতোড়া মানস কুমার গিরি বলেন সকল ভোটার যাতে ভোট দিতে পায় এবং গণ তন্ত্র যাতে প্রসারিত হয় এবং শক্তিশালী হয় তাই এই সচেতনতা কর্মসূচি।