ঝাড়গ্রামের সেবায়তনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ,পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ।

0
212

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:  বৃহস্পতিবার রাতে ঝাড়্গ্রাম থানার সেবায়তন এলাকায় ইমেল চন্দ্র মাহাতো নামে প্রায় ৪৫ বছর বয়সী একব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ঝাড়্গ্রাম থানার পুলিশ । ওই মৃত ব্যক্তির বাড়ি সেবায়তন সংলগ্ন লোহামেলিয়া এলাকায় । বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চাষের জন্য সার আনতে যাচ্ছে বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন । এরপর তিনি বাড়ি ফিরে আসেননি। কিন্তু সেবায়তন এলাকায় তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । তার পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। তাই মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা যায়। ওই ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে শুক্রবার সকাল থেকে সেবায়তন এলাকায় ঝাড়গ্রাম মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে স্থানীয় বাসিন্দারা। যার ফলে ঝাড়গ্রাম মেদিনীপুর বাস রাস্তায় বাস চলাচল সহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার পুলিশ ।কিন্তু বিক্ষোভকারীরা পথ অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা পুলিশকে জানায় । বিক্ষোভকারীদের দাবি ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে ।সেইসঙ্গে ওই ঘটনার সঠিক তদন্ত করতে হবে। দুর্ঘটনার কবলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, না তাকে কেউ খুন করেছে, তা তদন্ত করে খতিয়ে দেখার কাজ শুরু করেছে ঝাড়্গ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ঝাড়্গ্রাম থানার পুলিশ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে প্রায় ৪ঘন্টা পরে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পথ অবরোধ তুলে নেওয়ার পর ঝাড়গ্রাম মেদিনীপুর রাজ্য সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here