কলকাতা আন্তর্জাতিক বইমেলার মুক্ত মঞ্চে গত ২রা,মার্চ সন্ধ্যায় সাহিত্যের আলোকিত মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো ছায়াপথের বইমেলা সংখ্যার আলোকিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান….।

0
325

সব খবর ডেস্ক, নিজস্ব সংবাদদাতা:- ইতিমধ্যে এই সময়ের সম্বৃদ্ধ সাহিত্য পত্রিকা হিসেবে সাহিত্যিক সুমিতা মুখার্জি সম্পাদিত ‘ছায়াপথ’ সাহিত্যপ্রেমী মানুষের মনে যায়গা করে নিয়েছে..!
গত ২রা মার্চ সন্ধ্যে ৫.৪৫ মিনিটে কলকাতা আন্তর্জাতিক বইমেলার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো ছায়া পথের বই মেলা সংখ্যার আলোকিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান…!

ছায়াপথ সম্পাদিকা শ্রীমতী সুমিতা মুখার্জি মহাশয়ার সঞ্চালনা ও সার্বিক তত্বাবধানে বইমেলার মুক্ত মঞ্চের প্রাঙ্গণ-সন্ধ্যা কবি-সাহিত্যিক- পাঠক সমাগমে ভাষা মুখরিত হয়ে ওঠে…!

উক্ত সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলার বাংলা সাহিত্যের বর্তমান সময়ের নক্ষত্রখচিত কবি-সাহিত্যিকগনের উপস্থিতিতে মুক্তমঞ্চে প্রকাশিত হলো ছায়াপথ-এর এবারের সাহিত্যের বহুমাত্রিক লেখা সম্বৃদ্ধ বইমেলা সংখ্যা…!

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্ত মহাশয়, শ্রী স্বপ্নময় চক্রবর্তী মহাশয়, বৈজয়ন্ত রাহা,শ্রী কমল দে সিকদার মহাশয়, শ্রীমতী চুমকি ভট্টাচার্য মহাশয়া, শ্রী প্রবাল কুমার বসু মহাশয় , শ্রী অজিতেষ নাগ মহাশয়, শ্রী শুভঙ্কর দে মহাশয় (অপু দা, কর্ণধার, দে’জ পাবলিশিং) এর মতো অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগনের উপস্থিতিতে মঞ্চে ছায়াপথের পক্ষ হতে এ মঞ্চ থেকে “বুদ্ধদেব গুহ স্মারক সম্মান” ও “বিশিষ্ট কবি সাহিত্যিক স্মারক সম্মান” বিশিষ্ট গুনি কবি সাহিত্যিকগনের হাতে তুলে দেয়া হয়…!

আমরা প্রত্যাশা করি, ‘ছায়াপথ’ এভাবেই আগামীর একটি পরিনত সাহিত্য পত্রিকার পূর্ণতা অর্জন করবে শুদ্ধ ও মানসম্পন্ন সাহিত্য প্রকাশের মাধ্যমে..!

সৌগত রাণা কবিয়াল
-(কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here