প্রত্যাহার করে নেওয়া হল বিজেপি সাংসদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

0
218

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যাহার করে নেওয়া হলো বিজেপি সাংসদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আমাকে না জানিয়ে নিরাপত্তাবাহিনী তুলে নেওয়া হয়েছে। আমার কোন ক্ষতি হলে তার জন্য কেন্দ্র-রাজ্য দুই সরকারই দায়ী। চাঞ্চল্যকর মন্তব্য নদীয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। যেখানে বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে দলেরই একজন গুরুত্বপূর্ণ সাংসদের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিরোধীদের দাবি দীর্ঘদিন ধরেই বিজেপির মধ্যে বড়োসড়ো গোষ্ঠী কোন্দল চলছে। তার জেরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে কেন্দ্র সরকার। যদিও এ বিষয়ে জগন্নাথ সরকার বলেন, এটা খুবই দুঃখজনক। আমাকে না জানিয়েই নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলেও কোন কারণ আমাকে জানানো হয়নি। এর পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকলে শাসক দল যেভাবে ছাপ্পা রেগিং করেছে অনেকটাই আমি রুখে দিতে পারতাম। এর পাশাপাশি বিগত দিনে নিজের ওপর আক্রমণের কথা তুলে এনে তিনি বলেন বারবার আমি এর আগেও আক্রান্ত হয়েছি। মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি আবারো আক্রান্ত হয় তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়পক্ষই দায়ী থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here