দীর্ঘ 10 বছর ধরে রাস্তার কাজ হয়নি, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

0
121

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার জয়পুর ও কোতুলপুর ব্লকের মধ্যে একটি মাত্র মহাবিদ্যালয় রয়েছে তা হলো চাতরা রামাই পন্ডিত মহাবিদ্যালয় । এই কলেজ হওয়াতে পড়াশুনা করার জন্য পাশাপাশি ছাত্র ছাত্রীদের সুবিধা হয়েছে

কিন্তু অপরদিকে কুশমোদীঘি, ঝোরদীঘি,ময়নাপুর, কুঁচিয়া- কোল, সহ বেশকিছু গ্রামের ছাত্র ছাত্রীদের খুবই বিপদজনক ভাবে একটি মেঠো রাস্তা পাড়াপার করতে হয় স্থানীয় কলেজ যেতে হলে । ঘোড়া পথে গেলে প্রায় ৭থেকে ৮ মাইল পথ ঘুরে যেতে হয় ।
কিন্তএই কুশমোদীঘি গ্রামের মেঠো রাস্তা হয়ে যাতায়াত করলে খুব সহজেই কলেজ পৌঁছানো যায় । বেশি ঘুরতে হয়না পড়ুয়াদের ।

এই মেঠো রাস্তা খুবই ছোট পাশেই রয়েছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত তাই সবসময়ই গাড়ির যাতায়াত। তারউপর দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কার হয়নি ।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ করছেন ব্রামফন্ট সরকার শেষ হওয়ার পর থেকে তেমন ভাবে কিছুই কাজ হয়নি এই রাস্তাটির।
স্থানীয় প্রশাসন কে জানালেও তাঁরা কিন্তু কাজের কাজ এখনো করেনি ।
বর্ষা এলেই এই রাস্তা পাড়াপার করতে নাকানি-চপানি খেতে হয়। ছোট রাস্তা হওয়াতে গরুর গাড়ি বা ট্রাক ঢুকে গেল ছাত্র- ছাত্রীদের কাদা জমিতে নেমে দাঁড়িয়ে থাকতে হয়। তারউপর যখন তখন বড়োসর দুর্ঘটনা ঘটতে পারে ।

সমিত মন্ডল নামের এক স্থানীয় গ্রাম বাসী বলেন আমরা চাই খুব তাড়াতাড়ি এই রাস্তাটিকে চৌরা করে পিচ দিয়ে নতুন ভাবে তৈরি করে দিক । তাহলে সকলের সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here