নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট লালগোপাল স্কুলে সোমবার মাধ্যমিক পরীক্ষা দিতে রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসে । এইদিন রানাঘাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়দীপ দত্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বদের কাছে জায়েন্ট কিলার হিসাবে পরিচিত ।বিজেপি বিধায়কে তিনি হারিয়ে ওয়ার্ডে জয়লাভ করেছেন ।তিনি আজ পেন, ফুল তুলে দিলেন মাধ্যমিক দিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে ।
জয়দীপ দত্ত আজ পেন, ফুল তুলে দিলেন মাধ্যমিক দিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে।

Leave a Reply